আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। সোমবার নাসারাওয়া রাজ্যে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

Advertisement

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (সিমা) ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, রাজধানী আবুজা সংলগ্ন লাফিয়া-মাকুর্দি রোডের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উসমান আরও জানান, আমরা ৩৫ জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহত ব্যক্তিদের বেশির ভাগ ঘটনাস্থলে কী হচ্ছে তা দেখতে জড়ো হয়েছিল।

ব্হোল সড়ক ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। গত জুনে দেশটির বাণিজ্যিক শহর লাগোসে একটি পেট্রোল ট্যাংকারে আগুন লেগে নয়জন নিহত হন। পুড়ে যায় অর্ধশতাধিক যানবাহন।

Advertisement

এসআর/জেআইএম