ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
সোমবার বিকেলে সাদা দলের এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকবো।
Advertisement
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাদা দলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ড. মুজাহিদুল ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আনিসুর রহমান, ড. মাহমুদ ওসমান ইমাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক মো. লুৎফর রহমান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মোশাররফ হোসেন ভূইয়া, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, ড. দিলীপ কুমার বড়ুয়া, ইসরাফিল রতন প্রামাণিক, দেবাশীষ পাল, গোলাম রাব্বানী, আমান উল্লাহ ফেরদৌস, অধ্যাপক মো. মোহেদী হাসান খান, এএএম কাওসার হাসান, রাশিদ মাহমুদ, মো. আলমগীর হোসেন, ড. এএসম সালাহউদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, অধ্যাপক ইসমাঈল, মাহবুব উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক হেলাল উদ্দিন, অনুপম হুদা, টগর, অধ্যাপক সালমা বেগম, সাবিরনা শাহনাজ, মোক্তার আলী, আল আমিন, দাউদ খান, শাহনুর, নূরুল আমিনসহ (শিশির) প্রায় দুই শতাধিক শিক্ষক।
এমএইচ/জেএইচ/এমএস