হানুমা বিহারির এর চেয়ে স্মরণীয় টেস্ট অভিষেক বোধ হয় আর হতে পারতো না! প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করলেন। দ্বিতীয় ইনিংসে এসে দেখালেন বল হাতে চমক। ইংল্যান্ডের যে জুটিটি ভাঙতে পারছিলেন না ফ্রন্ট লাইন বোলাররা, পার্টটাইম হাত ঘুরিয়ে সেই জুটিটিকে কোনঠাসা করে দিলেন ভারতের অভিষিক্ত এই অফস্পিনার।
Advertisement
শুধু কি জুটিটি ভাঙলেন? টানা দুই বলে দুই সেঞ্চুরিয়ানকে ফিরিয়ে দিয়েছেন হানুমা। প্রথমে জো রুট, পরের বলেই বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুককে।
বিদায়ী কুক খেলেছেন ১৪৭ রানের ইনিংস। যেটি তার ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি। ২৮৬ বলের সংযমী ইনিংসে ১৪টি বাউন্ডারি মেরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। রুট আউট হয়েছেন ১২৫ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩২৬ রান। ইতোমধ্যেই তাদের লিডের খাতায় যোগ হয়েছে ৩৬৬ রান। চতুর্থ ইনিংসে ভারতের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে!
Advertisement
এমএমআর/এমএস