ভারতের ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রি শ্রী মানিক সরকার বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ত্রিপুরার সঙ্গে রয়েছে আত্মিক সম্পর্ক। এই সম্পর্কের বন্ধন অটুট রাখতে দুই বাংলার সংস্কৃতি কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ আয়োজিত দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাচিক উৎসবের উদ্বোধনী বক্তব্যে শ্রী মানিক সরকার এসব কথা বলেন।মানিক সরকার বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠেছে। সেই অশুভ শক্তি সম্প্রতি বেশ কয়েকজন মুক্তচিন্তার ব্লগারকে নৃশংসভাবে হত্যা করেছে।তিনি বলেন, একটি কুচক্রি মহল ধর্মের নামে ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু তাদের সেই চাওয়া কোনোদিন পূরণ হবে না। এজন্য দু’দেশের সংস্কৃতি কর্মীদের ভাব ও সাংস্কৃতি বিনিময় আরো বাড়ানোর তাগিদ দেন ত্রিপুরা রাজ্যের এই মূখ্যমন্ত্রি।অনুষ্ঠান মঞ্চে বসা মূখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য অথিবৃন্দ।আগরতলা পৌর নিগমের মেয়র ড. প্রফুল্ল জিৎ সিনহার সভাপতিত্বে ও শ্রুতির সমন্বয়ক স্মিতা ভট্টাচার্যের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর, ভারতীয় সংস্থা ওএনজিসি’র এ্যাসেট ম্যানেজার শ্রী এস.সি সোনি।দুই দিনব্যাপী এই বাচিক উৎসবের প্রথম দিনে সোমবার বাংলাদেশের পক্ষে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী মো. মনির হোসেন, রোকেয়া দস্তগীর ও বাসির দুলাল।অনুষ্ঠানে যৌথভাবে সার্বিক সহযোগিতায় ছিলো ভারতীয় সংস্থা ও এনজিসি এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি প্রাণ-আরএফএল গ্রুপের পানীয় ‘প্রাণ ফ্রুটো’।এসকেডি/পিআর
Advertisement