জাতীয়

বাংলাদেশে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে

আত্মহত্যার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল নামক একটি মানবাধিকার সংস্থা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।

Advertisement

বক্তারা বলেন, গত এক দশকে দেশে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে। এ কাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ হার আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মতো ভয়াবহ অবস্থা হতে পারে।

বক্তারা আরও বলেন, আমাদের এখানে সামাজিকভাবে বিষয়গুলো মোকাবেলা করার নজির নেই। একটা সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা করতে হবে কেন, সেটা নিয়ে সামাজিক আন্দোলন হওয়া জরুরি। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, বিশেষ পরামর্শ সেবা প্রদান, সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান দেলোয়ার আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এএস/এমআরএম/পিআর