জাতীয়

৯ বছরে বিদেশে গেছেন ৫২ লাখ শ্রমিক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত ৯ বছরে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন শ্রমিক বিদেশে গেছেন। বিদেশে জনশক্তি পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Advertisement

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শ্রমবাজার সম্প্রসারণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অধিকহারে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান খাতকে তৃতীয় সেক্টর হিসেবে ঘোষণা করেছে। বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের ৯৭টি দেশে কর্মী পাঠানো হত, সেখানে বর্তমান সরকার নতুন আরও ৬৮টি দেশে কর্মী পাঠানোরসহ এ সংখ্যা ১৬৫টি দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে।

এইচএস/জেডএ/পিআর

Advertisement