চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেফতারের পর এবার বিস্ফোরক আইনে করা মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
Advertisement
সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে কাফরুল থানার বিস্ফোরক আইনের (মামলা নং ১৩(২)১৮) করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ১৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্মেলের আইনজীবী জায়েদুর রহমান।
এর আগে শনিবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে মোজাম্মেলের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
গত বুধবার মিরপুর থানার একটি চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হন তিনি। মিরপুর থানার মামলা নম্বর-১৪।
জেএ/জেএইচ/আরআইপি
Advertisement