রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারসহ ১০ অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাতে তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি মহিলা কলেজে গলির হোল্ডি নং ৭৪ হাজী সোলায়মানের বাড়ির ২য় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২ এর একটি আভিযানিক দল।আটককৃতরা হলেন- মো. ইসমাইল(২৭), মাকছুদ (২২), জহিরুল, আরিফ(২০), বাহাউদ্দিন(২৬), মিলন(১৫), আরমান(২১), শারফুল(১৯), তোফায়েল হোসেন(২৮), খাইরুল ইসলাম(২৩)।এদিকে চার দিন আগে জহিরুল ইসলাম (২৮) নামে উদ্ধার হওয়া ব্যক্তি জুম্মার শুক্রবার নামাজের পর নিখোঁজ হয়েছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে.কর্নেল মাসুদ রানা। তিনি জাগো নিউজকে জানান, গত শুক্রবার জুম্মা নামাজের পর নিখোঁজ হন তেজগাঁওয়ের বাসিন্দা জহিরুল ইসলাম। পরে অনেক খোজাখুজি করে না পেয়ে তিার স্ত্রী তেজগাঁও থানায় একটি জিডি করেন (জিডি নং ৪৩৫)।পরে রাত ১০টার দিকে স্ত্রীর মোবাইলফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে এবং তার স্বামীর মুক্তির জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।অভিযোগ পাওয়ার পর র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরি মহিলা কলেজে গলির হোল্ডি নং ৭৪ হাজী সোলায়মানের বাড়ীর ২য় তলায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তি জহিরুল(২৮) কে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে। অপহরণকারীরা অপহৃত ব্যক্তিকে বাসায় শিকলে তালাবদ্ধ অবস্থায় আটকে রেখেছিল বলেও জানান তিনি।অপহৃত জহিরুলের বরাত দিয়ে র্যাব-২ এর সিও জানান, অপহরণকারীদের মধ্যে ইসমাইল ছিল তার ব্যবসায়ী পার্টনার। ব্যবসায়ের অন্য এক পার্টনার কালামের কাছে দীর্ঘদিন ধরে টাকা পায় ইসমাইল। প্রাপ্ত টাকা উদ্ধার করার জন্য এবং কালামকে ধরার জন্য মূলত ইসমাইল এবং তার সঙ্গীরা জহিরুলকে অপহরণ করে।অপহরণের মূল পরিকল্পনাকারী ও অপহরণে নেতৃত্ব প্রদানকারী আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।জেইউ/এসকেডি/এমএস
Advertisement