আন্তর্জাতিক

কারাগারেই থাকতে হচ্ছে জয়ললিতাকে

শেষ পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। মঙ্গলবার তিনিসহ তার তিন সহযোগীর জামিনের আবেদন খারিজ হয়। ১৮ বছরের পুরোনো আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জামিন দেয়নি কর্নাটক হাইকোর্ট।নেত্রী জয়ললিতার জামিনের দাবিতে তামিলনাড়ু জুড়ে হরতাল, বিক্ষোভ করেছে তার অনুসারিরা। আত্মাহুতিও দিয়েছেন কয়েকজন।উল্লেখ্য, দোষিরা ২৭ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সেন্ট্রাল জেলে রয়েছেন। কর্নাটক হাইকোর্টের বিচারপতি এ ভি চন্দ্রেশেখর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য করেন, জামিন মঞ্জুর হওয়ার কোনো ভিত্তি নেই। ফলে বেঙ্গালুরুর জেলেই থাকতে হচ্ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।তার আইনজীবী অবশ্য বলেছেন, হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।

Advertisement