দেশজুড়ে

একরাম হত্যা : ২৯ আসামিকে জেল হাজতে প্রেরণ

ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত ২৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২ টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেষ চৌধুরী এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টায় কড়া পুলিশি নিরাপত্তায় চার্জশিটভুক্ত ২৯ আসামিকে আদালতে হাজির করা হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে বিচারক ৩১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে এ মামলার এজহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রিজন সেলে চিকিৎসাধীন থাকায় আদালতে উপস্থিত হননি। তবে ইতোমধ্যে বিচারিক আদালত পলাতক আসামিদের মালামাল ক্রোক ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছনি।ফেনী কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ ২৯ আসামিকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও তাকে বহনকারী গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়। গত ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়। এর মধ্যে ৩৭ জনকে বিভিন্ন সময় র্যাব ও পুলিশ গ্রেফতার করে ।জহিরুল হক মিলু/এসএস/এমএস

Advertisement