দেশজুড়ে

গাজীপুরে ব্যবসায়ী ও রিকশাচালককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পালেরপাড়া এলাকায় রিকশাচালক ও টঙ্গীর পাগাড় এলাকায় এক ঝুঁট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।মহানগরীর চান্দনা চৌরাস্তা পালেরপাড়া এলাকায় নিহতের নাম রতন মাঝি (৫৮)। তিনি বরিশালের তেঁতুলিয়া গ্রামের রুস্তম মাঝির ছেলে। এছাড়া টঙ্গীর পাগাড় এলাকায় রাজু দেওয়ান নামে এক ঝুঁট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পালেরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রতন মাঝিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রতন মাঝির ছেলে মাহফুজ জাগো নিউজকে জানান, পালেরপাড়া এলাকায় বাড়ির পাশে স্থানীয় জাহাঙ্গীরের বোন সম্প্রতি এক ছেলের সাঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় একই এলাকার রুবেল ও কাদেরকে মারধর করেন জাহাঙ্গীরের লোকজন। পরে কাদের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালতে সাক্ষী দেন তার বাবা রতন মাঝি ও রুবেল। তার বাবা সাক্ষী দেয়ায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তার স্বজনরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।সোমবার রাত ১০টার দিকে বাড়ির পাশে রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জয়দবেপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, একটি মামলায় সাক্ষী সংক্রান্ত বিরোধের কারণে তাকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।অপর দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এক ঝুঁট ব্যবসাীয়কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মো. রাজু দেওয়ান (২৭)। তিনি টঙ্গীর বিসিক ফকির বাড়ির মার্কেট এলাকার মৃত মহিউদ্দিন দেওয়ানের ছেলে।নিহতের স্বজনরা জাগো নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার সালাউদ্দিন রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সালাউদ্দিন, রুবেল, সুমন ও আল আমিন মিলে তাকে কুপিয়ে হত্যা করেন। টঙ্গী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাশার জাগো নিউজকে জানান, ব্যবসায়িক বিষয়ের জেরে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে।                     মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement