রাজধানীর দক্ষিণখানে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান নামে এক কিশোরকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
Advertisement
শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের নাম-পরিচয় জানা যায়নি।
এক ক্ষুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, এ বিষয়ে রোববার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
এর আগে গত ৩১ আগস্ট সন্ধ্যায় দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কেসি হাসপাতালের সামনে তাকে হত্যা করা হয়। সে সময় পুলিশ জানায়, মেহেদী হাসানের বন্ধু আনারবাগের নাজমুলের সঙ্গে অপর একটি কিশোর গ্রুপের দ্বন্দ্ব ছিল। শুক্রবার সন্ধ্যায় সিনিয়র-জুনিয়র সেই দ্বন্দকে কেন্দ্র করে নাজমুলের সঙ্গে সেই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় মেহেদী হাসান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
এআর/এমএমজেড/এমএস