খেলাধুলা

এশিয়া কাপের ধারাভাষ্যে একমাত্র বাংলাদেশি আতহার

সপ্তাহখানেক পরে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৪তম আসর। সংযুক্ত আরব-আমিরাতে হতে যাওয়া এবারের আসরে অংশগ্রহণকারী ছয় দল হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে দলগুলো।

Advertisement

নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া টিভি চ্যানেল স্টার স্পোর্টসও। এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের ১০ সদস্যের ধারাভাষ্য প্যানেলও। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার ও দেশ বরেণ্য ধারাভাষ্যকার আতহার আলী খান।

জায়গা হয়নি দেশের আরেক প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম চৌধুরীর। দশ জনের এই দলে ভারত থেকে রয়েছেন ২ জন, পাকিস্তান থেকে ২ জন, শ্রীলঙ্কা থেকে ২ জন, ইংল্যান্ড থেকে ২ জন ও অস্ট্রেলিয়া থেকে ১ জন।

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল

Advertisement

আতাহর আলী খান – বাংলাদেশশিবরামকৃষ্ণ – ভারত ভিভিএস লক্ষণ – ভারতকুমার সাঙ্গাকারা – শ্রীলঙ্কারাসেল আর্নল্ড – শ্রীলঙ্কাআমির সোহেল – পাকিস্তানরমিজ রাজা – পাকিস্তানকেভিন পিটারসেন – ইংল্যান্ডডিন জোনস – ইংল্যান্ডব্রেট লি – অস্ট্রেলিয়া

এসএএস/আরআইপি