আন্তর্জাতিক

সবদিক থেকেই ব্যর্থ মোদি সরকার : মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন অর্থনৈতিক, কৃষি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কসহ সবদিক থেকেই ব্যর্থ মোদি সরকার। এছাড়াও উন্নয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যে দাবি করে তা নিয়ে সন্তুষ্ট নয় এদেশের মানুষ।

Advertisement

শুক্রবার কংগ্রেস নেতা কপিল শিবালের বই 'শেডস অব ট্রুথ- এ জার্নি ডিরেইলড' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের কৃষি সমস্যার সমাধানে কোনো গঠনমূলক পরিকল্পনা নেই এ সরকারের। এখনও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।

মনমোহন সিং বলেন, শিবালের এই বইয়ে গত চার বছরে মোদি সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। এখানে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জনগণের কাছে দেওয়া মোদির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মনমোহন সিং বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে প্রতি বছর ২ কোটি মানুষকে চাকরী প্রদান করা হবে কিন্তু গত চার বছরে এ হার অনেক নিচে নেমে গেছে।

Advertisement

টিটিএন/এমএস