ক্যাম্পাস

ঢাবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’।

Advertisement

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে র্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে আইইআর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার আইইআর-এ এসে শেষ হয়।

পরে ইনস্টিটিউটের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আবদুল মালেক। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ এবং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুস সালাম।

Advertisement

এ ছাড়া, দুপুরে ‘Literacy & Skills Development’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমএইচ/এমবিআর/এমএস