কুমিল্লায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
Advertisement
শনিবার সকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম এবং মৃত আবদুস সোবহানের ছেলে শানু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী সামসু মিয়া গ্রুপের বড় দলের জাহাঙ্গীর ও লিটনের লোকজনের সঙ্গে একই গ্রামের ছোট দলের খোরশেদ আলম (৫০) ও শানু মিয়ার (৪৫) লোকজনের দীর্ঘ ৪০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে অন্তত ২৫ বারের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছোট দলের ২ জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
Advertisement
ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, দুই পক্ষের সংঘর্ষে শিদলাই গ্রামের খোরশেদ আলম ঘটনাস্থলে নিহত হন এবং একই গ্রামের শানু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস