বিনোদন

সোনালীর মৃত্যুর গুজব ছড়িয়ে রোষানলে বিজেপি নেতা

টুইটারে হিন্দি ও মারাঠি সিনেমার অভিনেত্রী সোনালী বেন্দ্রের মৃত্যুর খবর ছড়িয়ে রোষানলে পড়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক। পরে অবশ্য চাপের মুখে ক্ষমা চেয়েছেন তিনি।

Advertisement

রাম কদম নামে ওই বিজেপি নেতা নিজের টুইটার হ্যান্ডেলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, ‘হিন্দি ও মারাঠি সিনেমায় শাসন করা সবার প্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে আর নেই।’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে ক্ষমা চাইতে বাধ্য হন এই বিজেপি বিধায়ক। তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় থামাতে তিনি টুইটারে লিখেছেন, ‘সোনালী বেন্দ্রেজির খবরটা গুজব। গত দুদিন ধরে আমি তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত ৪৪ বছরের অভিনেত্রীর বর্তমানে চিকিত্সা চলছে। তিনি প্রতিনিয়তই নিজের আপডেট শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দৃপ্ত পোস্টগুলো অনুপ্রেরণা জুগিয়েছে তার অনুরাগীদের।

Advertisement

বিএ/এমএস