পবিত্র মক্কা নগরীতে শুক্রবার বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। দিনভর কাঠফাটা রোদ থাকলেও বিকেল সাড়ে ৫টার দিকে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিট টানা বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলাও ছিল। বৃষ্টিপাতে হারাম শরিফ প্রাঙ্গণে পানি জমে যায়।
Advertisement
কাবা চত্বরে এ সময় বহু মানুষ বৃষ্টিতে ভিজতে থাকেন। কাবা প্রাঙ্গণে গোড়ালির উপরিভাগ পর্যন্ত পানি জমে যায়। পরে কাবা শরিফের নিরাপত্তারক্ষী ও ক্লিনাররা জমে থাকা বৃষ্টি অপসারণ করেন।প্রধান ফটক বাদশাহ আবদুল আজিজ গেটের সামনে সবচেয়ে বেশি পানি জমে। গাড়িচালিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও পানি সরানো হয়। অপসারিত পানি স্রোতের মতো গড়িয়ে কবুতর চত্বরে নামে। এর আগে বৃষ্টির সাথে শিল (বরফের টুকরো) পড়লে হাজিরা তা কুড়াতে শুরু করেন। হাজার হাজার হাজি এ সময় মূল কাবা চত্বরে বৃষ্টিতে ভিজে তাওয়াফ করেন।
এমইউ/আরএস
Advertisement