প্রবাস

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উন্নত

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৃহস্পতিবার মালয়েশিয়া সময় দুপুর ১২টায় হাইকমিশনার মুহা. শহীদুল ইসলামের সভাপতিত্বে মিশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নীবিড়। আর এ সম্পর্কের কারণে অবৈধ শ্রমিকরা বৈধ হতে পেরেছেন। দূতাবাসের আপনাদের (কর্মকর্তাদের) অক্লান্ত পরিশ্রমের ফলে তারা বৈধ হতে পেরেছেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এটি ধরে রাখার জন্য দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের অনুরোধ করেন।

তিনি বলেন, অনেকে সাগরপথে পাসপোর্ট, ভিসা ছাড়াই এসেছেন তাদের সরকারি নিয়মের মধ্যেই দেশে ফেরত প্রদানের নির্দেশ দেন। তিনি প্রবাসীদের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে সেবার আওতা বাড়ানোর পরামর্শ দেন। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে চমৎকার টিমওয়ার্ক আছে যা লক্ষ্য অর্জনের পূর্বশর্ত।

মতবিনিময় সভায় হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম দূতাবাসের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান, নতুন কর্মসংস্থান, বাংলাদেশকে সোর্স কান্ট্রি হিসেবে স্বীকৃতি প্রদান এবং জি টু জি প্লাস পদ্ধতি চলমান থাকা সম্পর্কে অবগত করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান

Advertisement

এ সময় ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি মো. মাসুদ হোসাইন, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মণ্ডল, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, দ্বিতীয় সচিব ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব শফিউল আলম মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের গুড গভর্নেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্টেশন ট্রেনিং’ পর্যবেক্ষণ করতে তিনদিনের অফিসিয়াল ভিজিটের অংশ হিসেবে বৃহস্পতিবার দূতাবাস পরিদর্শন করেন।

এমআরএম/পিআর

Advertisement