জাতীয়

পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় অসদুপায় : তিনজনের সাজা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে থাকা ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এর আগে তাদের তিনটি কেন্দ্র থেকে আটক করা হয়।

Advertisement

অভিযুক্তদের মধ্যে মো. জিয়াউর রহমান (৩০) ও মো. সাগর হোসেনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যজন হোসনে আক্তারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আজিজুর রহমান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ নিয়োগ পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে মো. জিয়াউর রহমানকে টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিবাইসসহ আটক করে পরীক্ষায় কর্তব্যরত পরিদর্শক। অন্যদিকে অন্যের হয়ে প্রক্সি দেয়ার সময় মো. সাগরকে আজিমপুরের একটি স্কুল থেকে আটক করা হয়। আর হোসনে আক্তারকে অন্যের খাতা নিয়ে লেখার সময় উদয়ন স্কুল থেকে আটক করা হয়।

Advertisement

এমএইচ/জেডএ/পিআর