পাবনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের অপমৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা পৌর সদরের নারায়ণপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৫) ও ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত একরামুল হকের ছেলে কল্লোল হোসেন (৪২)।ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জুবায়ের আরেফিন জানান, লোকোমোটিভ লাইনের পয়েন্ট দিয়ে রেলওয়ের একটি ইঞ্জিন পাওয়ার কার নিয়ে যাচ্ছিল। এ সময় কল্লোল হোসেন রেললাইন পার হওয়ার সময় ওই পাওয়ার কারের ধাক্কায় রেললাইনের মাঝখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার শরীর দ্বিখন্ডিত হয়ে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।অপরদিকে পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, শহরের সিংগা বাইপাস এলাকার আক্কাছ আলীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহিন হোসেন। গত দুইদিন আগে একটি হত্যা মামলায় আক্কাস আলীসহ তার পরিবারের চারজনের নামে মামলা হয়। এ কারণে পলাতক থাকায় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে বিক্ষুব্ধ কয়েকজন আক্কাছ আলীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।পুলিশের ধারণা, বাড়িতে আগুন দেয়ার পরও ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এ কারণে সোমবার সন্ধ্যায় হেরোইনসেবী শাহিন লোহা লক্কর কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।খবর পেয়ে পিডিবির লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনের মরেদহ উদ্ধার করে।একে জামান/বিএ
Advertisement