দেশজুড়ে

প্রশিক্ষণের জন্য ভারত গেলেন ১৫ বিজিবি সদস্য

ভারতে অনুষ্ঠিত বর্ডার ম্যানেজমেন্ট কোর্সে যোগ দিতে বিজিবির ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে গেছেন।দিনাজপুর (ফুলবাড়ী) বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দলটিতে রয়েছেন চারজন কমান্ডিং অফিসার, ছয়জন মেজর ও পাঁচজন সহকারী ডাইরেক্টর (এডি)।সোমবার সকালে প্রতিনিধি দলটি নোম্যান্সল্যান্ডে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কলকাতা ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল বারজেন্দার সিং। পরে বিজিবি প্রতিনিধি দলকে ভারতের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে গার্ড অব অর্নার প্রদান করা হয়।যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ২২ আগস্ট পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের তেকানপুর বিএসএফ একাডেমিতে বিজিবি-বিএসএফের যৌথ বর্ডার ম্যানেজমেন্ট কোর্সের উপর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদল টি আগামী ২৪ আগস্ট বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন। প্রশিক্ষণে সীমান্তে চোরাচালান ও নারী-শিশু পাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে একটি বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।উল্লেখ্য, এর আগে বিএসএফের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দলও যৌথ প্রশিক্ষণের জন্য গত ২৪ জুলাই বাংলাদেশে এসেছিলেন। তারা চট্রগ্রামের সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে অংশ নেন।জামাল হোসেন/বিএ

Advertisement