যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হয়েছেন প্রায় ৩ বছর হতে চলেছে। সে সময় যুক্তরাষ্ট্র লাদেনের মরদেহ নিয়ে মুখ খোলেনি।এ বিষয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা- সিআইএ’র সাবেক পরিচালক লিওন পানেট্টা। তার লেখা ‘অর্দি ফাইটস’ বইতে বলা হয়েছে, ৩০০ পাউন্ড বা বা সাড়ে ৩ মণ ওজনের লোহার শিকলসহ লাদেনের মরদেহ কালো রংয়ের একটি ভারী ব্যাগে ভরে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।যুদ্ধ ও শান্তির নেতৃত্বে স্মৃতিকথা বিষয়ক বইতে লিওন পানেট্টা বলেন, ২০১১ সালে মে মাসের ২ তারিখে লাদেনকে গুলি করে মারার পর তার মরদেহ যুক্তরাষ্ট্রে্র নৌ-সেনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর পর নৌবাহিনীর কর্মকর্তারা তার দেহ সমাহিত করার জন্য তৃতীয় ধাপের নৌবাহিনী ইউএসএস কার্ল ভিনসনের কাছে তুলে দেয়।তিনি আরও বলেছেন, মুসলিম আইন অনুযায়ীই লাদেনের মরদেহ কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তাকে সাদা কাফনের কাপড় পরিয়ে জানাযা দেওয়া হয়। এরপর একটি ভারী কালো রংয়ের ব্যাগে মরদেহটি ভরা হয়। এ সময় মরদেহের সাথে ৩০০ পাউন্ড ওজনের লোহার চেইনও ওই ব্যাগে ভর্তি করা হয়; যাতে সমুদ্রে তা খুব দ্রুতই ডুবে যায়।প্যানেট্টার বইয়ে আরও লেখা হয়েছে, সমুদ্রে সমাহিত করার জন্য জাহাজের ওপর তোলা হয়। সেখানে একটি সাদা টেবিলের উপর ব্যাগ ভর্তি মরদেহটি স্থাপন করা হয়। এরপর টেবিলসহ তা সমুদ্রে নিক্ষেপ করা হয়।তবে কোথায়, কোন সমুদ্রে, ঠিক কোন স্থানে তাকে সমাহিত করা হয়েছে- এ ব্যাপারে কিছু লেখেননি প্যানেট্টা।প্রসঙ্গত, লাদেনের মৃত্যুর পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ট্রেজার হান্টার বিল হান্টার দাবি করেন, লাদেনের মৃতদেহ ভারতের সুরাট শহরের পশ্চিমে সমুদ্র উপকূলের ২০০ মাইল দূরে সমাহিত করা হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
Advertisement