আন্তর্জাতিক

আফগানিস্তানে জোড়া হামলায় সাংবাদিকসহ নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরো ৭০ জন। কাবুলের একটি রেসলিং ক্লাবে প্রথম এবং দেশটির জরুরি সেবা বিভাগ ও সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি হয়।

Advertisement

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কাবুলের দাশত-ই-বারচিতে হামলার দায় স্বীকার করেছে। অতীতেও এ অঞ্চলের সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারা সম্প্রদায়ের ওপর হামলা চালায় আইএস। তবে এ হামলার দায় অস্বীকার করেছে তালেবান।

আরও পড়ুন : ছেলেকে দিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করালেন মা

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র নাজিব দানিশ বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী প্রথম বিস্ফোরণ ঘটিয়েছে। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

Advertisement

দ্বিতীয় বিস্ফোরণের সময় দেশটির প্রভাবশালী তোলো নিউজের একজন প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যান নিহত হন। ওই সময় ঘটনাস্থল থেকে তারা সরাসরি সংবাদ প্রচার করছিলেন। এছাড়াও আরো চারটি টেলিভিশন চ্যানেলের কর্মী আহত হয়েছেন।

গত এপ্রিলে কাবুলে একটি হামলার খবর প্রচার করার সময় আত্মঘাতী বোমা হামলায় ৯ জন সাংবাদিক নিহত হয়। এ নিয়ে চলতি বছর আফগানিস্তানে ১৪ জন সাংবাদিকের প্রাণহানি ঘটেছে।

এসআইএস/জেআইএম

Advertisement