ধর্ম

কাবাঘর আলোকিত করছে ‘শিশু হাজি’

সবেমাত্র ফজরের নামাজ শেষ হয়েছে। পুব আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। মক্কার হারাম শরিফ চত্বরে আনুমানিক দুই বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে বসে আছেন ভারতীয় এক নারী। স্বামী ওয়াশ রুমে গেছেন। ফিরে এলে ওমরাহ করতে যাবেন তারা। নামাজ শেষে যারা ফিরছিলেন তারা সকলকেই ইহরামের কাপড় পরিহিত শিশুটিকে বার বার দেখছিলেন। ঈষৎ আলোতে শিশুটি যেন কাবা ঘরে আলো ছড়াচ্ছিল।

Advertisement

চলতি বছর পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাবা মায়ের সঙ্গে এসেছে এ শিশুটির মতো শত শত শিশু। ছোট ছোট এসব শিশুদের পদচারণায় কাবাঘর মুখরিত হয়ে উঠেছে।

শিশুদের সঙ্গে নিয়ে বাবা-মায়েরা তাওয়াফ, ওমরাহ ও নামাজ আদায় করছেন।

সরেজমিনে দেখা গেছে, বাবা-মাকে অনুসরণ করে শিশুরা নামাজসহ অন্যান্য কাজ করার চেষ্টা করছে। তবে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে অনেক শিশুকে বাবা মায়ের বুকে কাধে গা এলিয়ে দিতে দেখা যায়। কেউ কেউ বাবার কাঁধে চড়ে আবার কেউবা হুইল চেয়ারে বসে তাওয়াফ করছেন। লাখো হাজিদের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করছে এ সব শিশুরা।

Advertisement

এমইউ/এমবিআর/পিআর