দেশজুড়ে

প্যান্টের সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছিল ডলার, ২ পাচারকারী আটক

বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে প্রায় ৮৯ হাজার ৮ ইউএস ডলারসহ ওবায়দুর রহমান (২৭) ও মাসুদ মোল্লা (৩০) নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। জিন্স প্যান্টের পায়ের এ্যাংগেলের নিচে বেধে এ ডলার যশোরে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

Advertisement

বৃহস্পতিবার সকালে আমড়াখালি বিজিবি চেকপোস্টে যশোরগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাদের আটক করা হয়েছে।

আটক ওবায়দুর রহমান নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের আমির হোসেনের ছেলে ও মাসুদ মোল্লা একই উপজেলার বাওয়ে সোনা গ্রামের কাওসার মোল্লার ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আমড়াখালী বিজিবি চেকপোস্টোর সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বেনাপোল হতে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশি করে। এসময় তাদের পরিহিত জিন্স প্যান্টের পায়ের অ্যাঙ্গেলের নিচে বাঁধা অবস্থায় ৮৯ হাজার ৮০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৪৩ হাজার ২০০ টাকা। আটকদেরকে ডলারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Advertisement

আটক ডলার বেনাপোল চেকপোস্টে অবস্থিত একটি মানি এক্সচেঞ্জ থেকে নিয়েছেন বলে জানান পাচারকারীরা।

মো. জামাল হোসেন/আরএ/জেআইএম