সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে হাসপাতালের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের নাম আবুল কাশেম ওরফে কালা কাশেম (২৮)। তিনি কুমিল্লার চাঁদপুরের সায়াশ্রী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।গত ৮ আগস্ট জাগোনিউজ২৪ডটকমে ‘ওসমানী মেডিকেলে রোগীদের হয়রানির শেষ নেই’ শিরোনামে বিশেষ প্রতিবেদন করা হয়। এই প্রতিবেদনের একদিনের মাথায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অভিযান চালিয়ে এক দালালকে আটক করে। বাকিরা অভিযানের খবর পেয়ে পালায়।আটক আবুল কাশেম পুলিশকে জানায়, সানমুন নামের এক ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি। তবে সানমুন ওষুধ কোম্পানির সিলেটের ম্যানেজার ইউনিছ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবুল কাশেম নামের কেউ তাদের কোম্পানিতে চাকরি করেনা।ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই ইব্রাহিম কাসেমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দালাল চক্রের সদস্যদের আটক করার জন্য হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুছ ছালামের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এ সময় দালাল আবুল কাশেমকে আটক করা হয়।ছামির মাহমুদ/এমএএস/এমআরআই
Advertisement