বগুড়ার পল্লীমঙ্গল চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আপন (৩২) নামে সন্দেজভাজন এক ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
Advertisement
জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, রাতে মাটিডালি চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আপনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার দাবি, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি বার্মিজ ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়ে পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি আছেন। নিহত ব্যক্তির নামে পাঁচটি অস্ত্র মামলাসহ ১১ মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়ে পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Advertisement
লিমন বাসার/আরএ/আরআইপি