আইন-আদালত

কিশোরগঞ্জের দুই জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের নিকলি থানার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে আগামী ১৪ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।  একইসঙ্গে এই মামলায় গ্রেফতারকৃত আসামি মোসলেম প্রধানকে আগামী ১৬ আগস্ট সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। সোমবার  ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, মোসলেম প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য একটি আবেদন করা হয়েছিলো। আদালত তা মঞ্জুর করেছে। এছাড়া এই মামলার তদন্তের অগ্রগতি জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে।  সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর ছোট ভাই। হুসাইন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নিকলি থানার রাজাকার কমান্ডার ছিলেন। প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ আদালতকে জানান, নিকলির রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইন (৬৪) ও তার সহযোগী মোহাম্মদ মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে হত্যা, ধর্ষণ ও অপহরণসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এখনও চলছে। আসামি এবং তাদের লোকজন তদন্ত কাজে বাধা ও সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। এ কারণে তদন্তের স্বার্থে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। হুসাইনের বড় ভাই হাসান আলীকে গত ৯ জুন ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  এফএইচ/এসএইচএস/এমআরআই

Advertisement