বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে পদত্যাগ করলেন জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন/ ১৯৮৯ এর ১১ ধারার বিধান মতে জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান পার্বত্য জেলা পরিষদ থেকে পদত্যাগ করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলা পরিষদ থেকে সদস্য কাজী মজিবর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে পরিষদ থেকে তার সদস্যপদ বাতিল করা হবে এমন আশঙ্খা থেকে তিনি পদত্যাগ করেন। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় কাজী মজিবর রহমান বলেন, একান্ত পারিবারিক কারণে জেলা পরিষদ থেকে পদত্যাগ করেছি।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, পদত্যাগ পত্র এখনও গ্রহন করা হয়নি, পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।প্রসঙ্গত, গত ৬ জুন বান্দরবানের রাজার মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মজিব অনুসারীরা হামলা চালায়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়। আর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৭ জুলাই বান্দরবান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মী এবং ২৪ জুলাই জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয় ।সৈকত দাশ/এআরএ/আরআইপি
Advertisement