মালয়েশিয়ার একটি অফিস থেকে ৩৭৭টি পাসপোর্টসহ ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ।
Advertisement
মঙ্গলবার মালয়েশিয়ার বান্ডার বারু নিলাই শহরের একটি অফিস থেকে মোট ৩৭৭টি পাসপোর্ট উদ্ধার করে অভিবাসন বিভাগ। যার মধ্যে ৩৬১ বাংলাদেশি পাসপোর্টসহ উদ্ধার করা হয় অসহায় ৬৫ জন বাংলাদেশিকে। গ্রেফতার করা হয়েছে একজন কোম্পানির মালিককে।
বুধবার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত অবৈধদের বৈধ করার নামে প্রতারণাসহ জাল ভিসা করছিল প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন যাবত তারা অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি শ্রমিকদের ১৮'শ থেকে দুই হাজার মালয় রিংগিতের বিক্রি করতো।
উদ্ধারকৃত বাংলাদেশীরা জানান, দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন না দিয়ে রুমের ভেতর তাদের আটকে রাখা হয়েছিল।
Advertisement
এএ