নওগাঁ অগ্রণী ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের তিন লাখ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিনব চুরির ঘটনা ঘটে। তবে ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় প্রতারকদের শনাক্ত করা গেলেও তাঁদের এখনও গ্রেফতার করা হয়নি।ভুক্তভোগী গ্রাহক আবদুল মান্নান বলেন, তিনি সাত লাখ টাকা নিয়ে ব্যাংকে এসেছিলেন। এর মধ্যে চার লাখ টাকা ব্যাংকের ২ নম্বর কাউন্টারে জমা দেয়ার সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি আমাকে বলেন, আপনার টাকা পড়ে গেছে।এ সময় আমি নিচের দিকে তাকায় আর মেঝেতে পড়ে থাকা কয়েকটি একশ টাকার নোট কুড়িয়ে তুলে দেখি ব্যাগ নেই। তারপর আমি সঙ্গে সঙ্গে ব্যাংকের মূল দরজার দিকে দৌঁড়ে যায়। ততক্ষণে আর কাউকে ধরতে পারেনি। পরে বিষয়টি ব্যাংকের কর্মকর্তা ও পুলিশকে জানায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে বলেও জানান আবদুল মান্নান। ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায়, সাদা শার্ট পরা পাঁচজন লোক দুপুর ১২টা ১০মিনিটে ব্যাংকে ঢোকেন। ব্যাংকে ঢোকে দুইজন লোক সোফায় বসে পড়েন। এদের মধ্যে একজন মাথায় সাদা টুপি পরে ছিলেন। আর চার/পাঁচজন পায়চারি করতে দেখা যায়। ১২টা ১৩মিনিটে আবদুল মান্নান লাল ব্যাগ নিয়ে ব্যাংকে ঢোকেন। এরপর তিনি নগদ গ্রহণের দুই নম্বর কাউন্টারের দিকে এগিয়ে যান। সেখানে তাঁকে ব্যাগ থেকে কিছু টাকা বের করে কাউন্টারের দিকে জমা দিতে দেখা যায়। ১২টা ১৫মিনিটের দিকে দুইজন লোক মান্নানের পাশে গিয়ে দাঁড়ায়। তারা তাকে কিছু একটা ইঙ্গিত করেন। এরপর মান্নান নিচু হয়ে মেঝে থেকে কিছু টাকা তুলে নেন। এই সময়টার মধ্যে গ্রাহকের লাল রংয়ের ব্যাগটি প্রতারকদের একজন একটি নীল ব্যাগে ঢুকিয়ে তাড়াতাড়ি ব্যাংক থেকে সটকে পড়তে দেখা যায়। গ্রাহক উপরে উঠে তার ব্যাগ দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকের মূল দরজার দিকে দৌঁড় দেন। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, ক্যামেরায় সবে দেখা যাচ্ছে। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের শিগগির ধরে ফেলবেন। নওগাঁ থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আমি ব্যাংকে গিয়ে ভিডিও দেখেছি। চোরদের সবার চেহেরা স্পষ্ট। তবে তাদের পরিচয় জানা যায়নি। তাঁদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আব্বাস আলী/এআরএ/আরআইপি
Advertisement