খেলাধুলা

এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

গত শুক্রবার এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে শুরু করেছিল অনুশীলন। এক দিন অনুশীলনের পরেই নিজেদের চূড়ান্ত স্কোয়াড দাঁড় করিয়ে ফেলেছে পিসিবি।

Advertisement

দীর্ঘদিন পর ১৮ সদস্যের দলে ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সোমবার ইয়ো-ইয়ো টেস্টে ন্যূনতম স্কোর পেতে ব্যর্থ হলে তাকে স্কোয়াডের বাইরেই রেখে দেয় বোর্ড।

একই পরিণতি হয়েছে ৩৭ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজেরও। ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তিনি। ফলে অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করেছেন। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও কোন ম্যাচেই সুযোগ পাননি হাফিজ। আর এবার বাদ পড়ে গেলেন স্কোয়াড থেকেই।

অভিজ্ঞ হাফিজ-ইমাদকে বাদ দিলেও তরুণ খেলোয়াড়দের প্রতি আস্থা রেখেছে পিসিবি। স্কোয়াডে রয়েছে শোয়েব মালিক, সরফরাজ কাহমেদ, জুনায়েদ খানদের মতো অভিজ্ঞরাও। ছয়জন পেস বোলার দিয়ে স্কোয়াড সাজিয়ে পাকিস্তান আগেভাগেই যেন গতি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করবার ঘোষণা দিয়ে রাখল।

Advertisement

টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে পাকিস্তান। যেখানে তাদের বিপক্ষে লড়বে চীর প্রতিদ্বন্দী ভারত ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর তারিখে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু পাকিস্তানের এশিয়া কাপ মিশন। পরে ১৯ তারিখ তারা খেলবে ভারতের বিপক্ষে।

এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড

ফাখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, শোয়েব মালিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান, উসমান খান ও শাহীন আফ্রিদি।

এসএএস/এমএস

Advertisement