অর্থনীতি

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল বিএটিবি

জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পণ্যের গুণগতমান রক্ষার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ বৃহৎ শিল্প হিসেবে  সরকারের ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৩’ এর ‘এ’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি)। রোববার হোটেল পূর্বানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে বিএটিবি’র পক্ষে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন। উৎপাদনশীলতার উন্নয়নে যথাযথ কৌশল উদ্ভাবন ও নীতিমালা প্রণয়ণ করায় এবং পণ্যের গুণগতমান অক্ষুণ্ন রাখায় শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশান (এনপিও) কর্তৃক এ সম্মাননা দেয়া হয় বিএটিবিকে। মোট ৬টি ক্যাটাগরিতে ১৭টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হয়।এসএইচএস/এমআরআই

Advertisement