ধর্ম

বন্ধুর চোখে কাবা দর্শন

 

কাবা ঘর তাওয়াফ চলছে। আল্লাহর ঘর সাতবার প্রদক্ষিণে ব্যস্ত লাখো হাজি। এত বিপুল জনসমাগমে একজন পরিপূর্ণ সুস্থ সবল মানুষও সামনে দু’পা ফেলতে ভয় পায়! সেখানে একজন অন্ধ হাজি দিব্যি তওয়াফ করছেন। শুধু তাই নয়, দূর থেকে পায়ে হেঁটে এসে তিনি কাবা শরিফে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেন।

Advertisement

গত কয়েকদিন যাবত এ প্রতিবেদকের চোখে ফিলিস্তিনি এক অন্ধ হাজির প্রতি ওয়াক্তে কাবা ঘরে ছুটে আসার দৃশ্য চোখে পড়ে। অন্ধ সেই হাজির নির্বিঘ্নে পথচলায় সহায়তা করছেন তারই এক বন্ধু। প্রতিদিন মেসফালাহ ব্রিজের কাছের একটি হোটেল থেকে সাদা ছড়ি হাতে কাবা ঘর অভিমুখে ছুটতে দেখা যায় তাকে। হাত ধরে রাখেন তার সেই বন্ধু। এ দু’জনের পাশাপাশি হেঁটে চলা, নিচু স্বরে কথা বলা ও হাসাহাসি দেখলে কেউ ভুলেও ভাববেন না তিনি অন্ধ!

এ প্রতিবেদক তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করলে ভাষা বুঝতে না পারায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এক বাংলাদেশির সহায়তায় জানা যায় তারা ফিলিস্তিনি মুসলিম। দুই বন্ধু একসঙ্গে হজ করতে এসেছেন।

Advertisement

এমইউ/এসএইচএস/আরআইপি