নাটোরের বড়াইগ্রামে থানা পুলিশের অনুমতি ছাড়া তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করায় থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার রাতে অভিযান চালিয়ে মৌখাড়া এলাকার নিজ বাসভবন থেকে বড়াইগ্রাম শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকারকে আটক করা হয়।
ওই রাতে জলন্দা নিজ বাসভবন থেকে শহর ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন শামীম, নটাবাড়িয়া থেকে টিটু শেখ ও সজীব হোসেন এবং কালিকাপুর থেকে সাজদার হোসেন নামে ছাত্রদল কর্মী, গোয়ালফা থেকে আশরাফুল শেখ ও মৌখাড়া এলাকা থেকে আকতার হোসেন নামে ২ জন যুবদল কর্মীকে আটক করে পুলিশ।
শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল জানান, পুলিশ রাত সাড়ে তিনটার দিকে চকবড়াইগ্রাম এলাকায় আমার বাড়িতেও এসেছিলেন আমাকে আটক করতে। কিন্তু আমি এ সময় অন্যত্র ছিলাম। সোমবার সন্ধ্যায় মৌখাড়া বাজারস্থ বিএনপি কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত পুলিশের অনুমতি না নিয়ে এই অনুষ্ঠান করায় নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে তিনি জানান।
Advertisement
বড়াইগ্রাম থানা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল কাদের জানান, আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে আটককৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি করার লক্ষে ঘরোয়া সভা করেছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
রেজাউল করিম রেজা/আরএ/পিআর
Advertisement