জাতীয়

দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বাড়ল

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি।

প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয় ‘দুর্নীতি’। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ী প্রাইজমানি হিসেবে পাবেন যথাক্রমে ১,০০,০০০ (এক লাখ), ৬০,০০০ (ষাট হাজার) ও ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা এবং সনদপত্র। এছাড়া বিশেষ মনোনয়নপ্রাপ্ত ২০ বিজয়ীর প্রত্যেকের জন্য রয়েছে সনদপত্রসহ ৫,০০০ (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড।

প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে এক কপি ছবি (পাসপোর্ট সাইজ), জাতীয় পরিচয়পত্র/শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অথবা পাসপোর্টের কপি, যোগাযোগের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ আলোকচিত্র অনলাইনে (www.ti-bangladesh.org) পাঠাতে হবে।

Advertisement

এমআই/জেএইচ/এমএস