বিনোদন

শুরু হচ্ছে চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানের আবেদন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রায় ২৭ বছর পর ‘নতুন মুখের সন্ধানে’ নামছে। এই আয়োজনটি একেবারেই নতুনভাবে আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আর তাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ।

Advertisement

সেই আয়োজনের আবেদন পর্ব শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর থেকে। আয়োজক প্রতিষ্ঠান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বডিউল আলম খোকন জাগো নিউজকে এমন খবর নিজেই জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বডিউল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর একটি পাঁচতাঁরা হোটেলে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন চলচ্চিত্রের খ্যাতিমান তারকা ও ব্যক্তিত্বরা।

গত ১৪ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছু বিষয় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

Advertisement

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মান্না, দিতি, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানসহ অনেকেই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে এসেছেন।

১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে। চলে ১৯৯০ সাল পর্যন্ত।

এলএ/পিআর

Advertisement