আন্তর্জাতিক

চীন-পাকিস্তান মদদ দিচ্ছে মাওবাদীদের

ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রশিক্ষণ-পুস্তিকায় মাওবাদকে ‘বড় বিপদ’ বলে উল্লেখ করে বলা হয়েছে, ভারতের মাওবাদীরা নিয়মিতভাবে চিন ও পাকিস্তানের সাহায্য পাচ্ছে। উত্তর-পূর্বে জঙ্গি সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালানোর চক্রান্ত চলছে বলে জানা গেছে।

Advertisement

মাওবাদ এবং জোর করে ধর্মান্তরকরণকে দেশের সবচেয়ে বড় বিপদ বলেও উল্লেখ করা হয়েছে ওই পুস্তিকায়। পশ্চিমবঙ্গের গণমাধ্যমে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

বিজেপির দাবি, ভারতের মাওবাদী ক্যাডার ও তাত্ত্বিক নেতারা চীন ও পাকিস্তান থেকে নিয়মিতভাবে আর্থিক, সামরিক, সাইবার সাহায্য পাচ্ছে। ভারতকে অস্থির করে তুলতে সবরকমের চক্রান্ত করছে মাওবাদী নেতারা।

চার্জশিট দাখিলে সময় পেল পুলিশভীমা-কোরেগাঁও মামলায় মাওবাদী যোগের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলে পুলিশকে আরও ৯০ দিন সময় দিয়েছে পুণের একটি আদালত।

Advertisement

এই মামলাতেই গ্রেপ্তার রয়েছেন পাঁচ বামপন্থী বুদ্ধিজীবী; যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে মোদি সরকার।

আদালতকে পুলিশ বলেছিল, তদন্ত চলছে। চার্জশিট পেশের জন্য তাদের আরও ৯০ দিন সময় দেয়া হোক।

ওই আবেদন মঞ্জুর করে ৯০ দিন সময় দেয় আদালত।

এনএফ/জেআইএম

Advertisement