সব জেলাকে ছাড়িয়ে এবারও ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্টে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের স্থান সবার ওপরে। পর পর তিনবার এই স্বীকৃতি পেল বাংলা।
Advertisement
এর আগে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের হারিয়ে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিনের মধ্যেই মমতার বাংলা একশো দিনের কাজে সেরার হ্যাটট্রিক করে ফেলল।
একশো দিনের কর্মপরিকল্পনা কার্যকরে সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা। একশো দিনের কাজে সেরা হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও বাংলা দ্বিতীয় স্থান লাভ করেছে। এই প্রকল্পে এবারই প্রথম সেরা দুয়ের মধ্যে থাকল বাংলা। এটাও একটা পালক বাংলার সাফল্যের মুকুটে।
বাংলার এ সম্মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি আপ্লুত, তেমনি তিনি এই পারফরম্যান্সের জন্য সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের আরও ভালো কাজ করতে হবে। আরও এগিয়ে যেতে হবে। সমস্ত প্রকল্পেই সেরা হতে হবে। প্রমাণ করে দিতে হবে, উন্নয়নের বিকল্প কিছু হয় না।’
Advertisement
এনএফ/জেআইএম