তরুণদের তোলা সেলফির চেয়ে তরুণীদের সেলফি বেশি আকর্ষণীয়। তাদের সেলফিতে এমন কিছু থাকে যা তরুণদের সেলফিতে থাকে না।
Advertisement
তবে সেলফিতে কেবল মাত্র শরীরী প্রদর্শন নয়! এমন কিছু স্টাইল থাকে, যাকে আবেদনময়ী বললে ভুল হবে না।
কেন তরুণীরা আবেদনময়ী সেলফি তোলেন? এই বিষয়ে গবেষণা করেছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ এর মতো আন্তর্জাতিক জার্নাল।
‘ইকনমিক ইনইকুয়ালিটি ড্রাইভস ফিমেল সেক্সুয়ালাইজেশন’ শীর্ষক এই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, যে সব দেশের তরুণীরা মুক্তমনা ও স্বাধীনচেতা সেই দেশগুলোতে সেলফি তোলার হার বেশি।
Advertisement
২০১৬ সালের ৩০ দিনের একটি পর্বে টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেলফিগুলো থেকে তারা দেখেছেন, যে সব দেশে পুরুষ ও নারীর আয়ে বিপুল বৈষম্য রয়েছে, সেসব দেশ থেকেই এই ধরনের ছবি বেশি পোস্ট হয়েছে। এই ধরনের ছবি তোলার মধ্যে একটা প্রতিযোগী মনোভাবও লক্ষণীয় থাকে।
এএ/পিআর