পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বিধায় আজ আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে মিশে বসবাস করছি। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাঙালি ও বাংলাদেশি। আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জন্মাষ্টমী উপলক্ষে রোববার সকালে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
Advertisement
তিনি বলেন, বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।
মন্ত্রী আরও বলেন, আর কয়েক মাস পরেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মিলে মিশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী বৈতরণী পার করতে চাই। এর জন্য সকলের সহযোগিতার প্রয়োজন।
সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র সাহা প্রমুখ।
Advertisement
আরএ/এমএস