দেশজুড়ে

চলনবিলে ভেসে উঠলো বাকি দুই লাশ

চলনবিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ঈশ্বরদীর ৫ জনেরই মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি (৫২) ও ঈশ্বরদী খন্দকার মার্কেটের ব্যবসায়ী স্বপন বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

Advertisement

চাটমোহর থানার পরিদর্শক শরিফুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার রাতে বিল্লাল হোসেনের স্ত্রী শিউলি বেগম (৪৫) এবং শনিবার সকালে মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভিন (৪৪) ও দুপুরে স্বপন বিশ্বাসের মেয়ে সাদিয়া খাতুনের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

আর আজ সকালে বিল্লাল হোসেন ও স্বপন বিশ্বাসের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে চলনবিল ট্র্যাজেডির সমাপ্তি ঘটল।

Advertisement

এদিকে ঈশ্বরদীতে একের পর এক মরদেহ নিয়ে আসার পর হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট শুক্রবার বিকেলে একটি নৌকায় চলনবিলে ২৩ জন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। ফিরে আসার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাইকপাড়া নামক স্থানে নৌকাটি উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় ও সাঁতরে অন্যান্যরা তীরে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

Advertisement