খেলাধুলা

জাগো নিউজ-গুডলাক বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসর শেষ হয়েছে কিছুদিন আগে। তবে বিশ্বকাপের আমেজ এখনও শেষ হয়নি। বিশ্বকাপের স্মৃতিচারণ থেকে শুরু করে কে কেমন করলো সে সবের চুলচেরা বিশ্লেষণ চলছে এখনও। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশেও ছিল মিডিয়াগুলোর বিশেষ বিশেষ আয়োজন। যাদের মধ্যে ব্যতিক্রমী একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে জাগোনিউজ২৪.কম।

Advertisement

পাঠকদের কথা বিবেচনা করে বিশ্বকাপ উপলক্ষে জাগোনিউজ২৪.কম আয়োজন করেছে বিশ্বকাপ বিশেষ পোর্টাল ‘বিশ্বকাপের মাতাল হাওয়া।’ বিশেষ এই আয়োজনের সঙ্গে বিশ্বকাপের দর্শক-সমর্থক এবং পাঠকরা মেতে উঠেছিলেন বিশ্বকাপের সঙ্গে। শুধু বিশ্বকাপ নিয়ে মেতে ওঠাই নয়, পাঠকরা মেতে উঠেছিলেন বিশ্বকাপের বিশেষ কুইজ নিয়েও।

রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে গুডলাক স্টেশনারির সৌজন্যে জাগো নিউজ আয়োজন করেছে ১০ পর্বের বিশেষ কুইজ প্রতিযোগিতা। ব্যাপক সাড়া পড়েছে পাঠকদের মধ্যে। প্রায় ৩ লাখ মানুষ অংশ নিয়েছেন কুইজ প্রতিযোগিতায়। প্রতি পর্বে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে নির্বাচিত করা হয়েছে বিজয়ী হিসেবে। বিজয়ী নির্ধারণেও জাগো নিউজ নিয়েছে অভিনব পদক্ষেপ। লটারিটাও হয়েছে প্রযুক্তি নিয়ন্ত্রিত।

সেই ১০ পর্বের ৩০ জন বিজয়ী নিয়ে আজ (শনিবার) জাগো নিউজ কার্যালয়ে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সহকারী বিপণন ব্যবস্থাপক ইফতেখার আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগো নিউজের স্পোর্টস এডিটর ইমাম হোসাইন সোহেল, ফিচার এডিটর আরিফুল আরমান, ওয়েব ইনচার্জ আশিক হাসিবুল হাসান এবং গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আহসানুজ্জামান খান।

Advertisement

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত বিজয়ীদের সুযোগ দেয়া হয় নিজেদের মতামত তুলে ধরার। তারা জাগো নিউজের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাগো নিউজের কাছ থেকে এ ধরনের আরো অনেক বেশি আয়োজনেরও প্রত্যাশা করেন। প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকারও তাদের আশ্বস্ত করেন, পাঠকদের চাহিদার কথা বিবেচনা করে এ ধরনের আরও বিশেষ আয়োজন করার।

বিশ্বকাপ কুইজে ১০ পর্বে পুরস্কার জিতেছেন যারা

১ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার শাহানা, টাঙ্গাইলের মো. জামিয়া জামান (তন্ময়) এবং কুমিল্লার মেহেদি হাসান।২য় রাউন্ডে বিজয়ী হয়েছেন : সিলেটের ডা. জাফরিন, ঢাকার তুষার খান এবং ঢাকার সাদিয়া নূর।৩য় রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার ইশমাম মাহি, নাহিন মুনকার এবং সুজন কুমার পাল।৪র্থ রাউন্ডে বিজয়ী হয়েছেন : চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম, বগুড়ার মিলন রহমান, ঢাকার আইরিন খান জ্যোতি।৫ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : রাজশাহীর সালাহউদ্দিন ডলার, ঢাকার মাসুমুর রহমান, ঢাকার তাসনুভা শারমিন।৬ষ্ঠ রাউন্ডে বিজয়ী হয়েছেন : ব্রাহ্মণবাড়িয়ার আরিফুর রহমান, ঢাকার হুমায়রা রামিসা, ঢাকার ইসরাত জাহান লোপা।৭ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার নদী আহমেদ, ঢাকার মো. আতাউল্লাহ রাফি, নারায়ণগঞ্জের সিয়াম আহমেদ সিফাত।৮ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার আনোয়ার হাজারি, ফরিদপুরের সালেহ আহমেদ, ঢাকার অদিতি ঘোষ।৯ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার বিলকিস আক্তার, টাঙ্গাইলের রিফাত হাসান এবং ঢাকার পার্থ দত্ত। ১০ রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার আসিফ, তানহা আরফিন সাথি এবং মোহাম্মদ লোকমাস হোসেন খান।

আইএইচএস/আরআইপি

Advertisement