দেশজুড়ে

ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহ সদর উপজেলায় হিরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

Advertisement

শনিবার সকাল ১০টার দিকে উপজেলায় হিরাডাঙ্গা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, জেলা সদরের পোড়াহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়াসী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হীরন এবং যুবলীগ নেতা ইব্রাহীম খলিল রাজার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে সকালে হীরাডাঙ্গা গ্রামে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রায় ১০-১২টি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। আহত হয়েছেন উভয় পক্ষের ১০ জন। তাদের মধ্যে ৯ জনকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান ওসি এমদাদুল

Advertisement

আহমেদ নাসিম আনসারী/আরএ/জেআইএম