পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় ঈশ্বরদীর চারজনের এখনও খোঁজ মেলেনি। শুক্রবার দিবাগত গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি।
Advertisement
এদিকে তাদের উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। তবে শনিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পুনরায় উদ্ধার কাজ শুরু হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। তিনি গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন।
এ ঘটনায় নিখোঁজরা হলেন, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল গণি (৫৫), মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভিন (৪৫), ঈশ্বরদী খন্দকার মার্কেটের ব্যবসায়ী স্বপন বিশ্বাস ও তার মেয়ে সওদা মনি (১২)।
Advertisement
এর আগে শুক্রবার রাতে বিল্লাল গণির স্ত্রী শিউলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে একটি বড় নৌকায় চলনবিলে ২৩ জন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় পাইকপাড়া নামক স্থানে নৌকাটি উল্টে যায়। সেখানে পানির গভীরতাও ছিল বেশি। অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হন।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস
Advertisement