রাজনীতি

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে বিএনপির শুভেচ্ছা

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। শুক্রবার (৩১ আগস্ট) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শুভেচ্ছা জানান।

Advertisement

এ সময় ফখরুল বলেন, ‘শ্রীকৃষ্ণ সব সময়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এ কথা যেন আমরা সবসময় মনে রাখি।’

কারাগারে অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী রাখার বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এ দানব ফ্যাসিবাদ সরকারকে পরাজিত করতে পারলেই দেশনেত্রী মুক্ত হবেন, গণতন্ত্র ফিরে আসবে, তারেক রহমান ফিরে আসবেন।’

হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। অমলেন্দু দাশ অপুর পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্তু কুমার কুন্ড, অপর্না রায়, দেবাশীষ রায় মধু, নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, নকুল সাহা, জয়দেব জয়, সঞ্জিত কুমার দেব জনিসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বক্তব্য রাখেন।

Advertisement

রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ ও স্বামীবাগ ইসকন মন্দিরের প্রভু নিতানন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্টা, দীপেন দেওয়ান, সুশীল বড়ুয়া, তপন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এএইচ/এসআর

Advertisement