খেলাধুলা

মঈনের ঘূর্ণিতে ভারতের ইনিংসে হঠাৎ ধস

একটা সময় ম্যাচের লাগামটা ধরেই ফেলেছিল ভারত। মনে হচ্ছিল, সহজেই বড় পুঁজি গড়ে ফেলবে তারা। ২৪৬ রানের জবাবে ২ উইকেটে ১৪২ রান। শক্ত অবস্থানে তো ভারতই ছিল। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়লো সফরকারিদের ইনিংস। মঈন আলীর ঘূর্ণিতে হঠাৎই কোনঠাসা হয়ে গেল বিরাট কোহলির দল।

Advertisement

বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু। প্রথম দেড় সেশন বেশ ভালোই কেটেছে ভারতের। ২ উইকেটে ১০০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল সফরকারিরা। দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির সময়ও স্কোর ছিল ৩ উইকেটে ১৫৬।

এরপর শুরু হয় পতন। চা-বিরতির আগে ঋষভ পান্তর (০) উইকেট। বিরতির পর তো তো রীতিমত ভয়ংকর মঈন আলী। একে একে তিনি তুলে নেন হার্দিক পান্ডিয়া (৪), রবিচন্দ্রন অশ্বিন (১), মোহাম্মদ শামি (০) আর ইশান্ত শর্মার (১৪) উইকেট। এর মধ্যে অশ্বিন আর শামিকে টানা দুই বলে বোল্ড আউট করে সাজঘরে ফেরান ইংলিশ অফস্পিনার।

দলের ব্যাটসম্যানদের এই আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত আগলে আছেন চেতেশ্বর পূজারা। বলতে গেলে একাই ভারতকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। পূজারা ৯৬ আর বুমরাহ শূন্য রানে অপরাজিত আছেন।

Advertisement

এমএমআর/পিআর