ধর্ম

ফজরের পরই জুমা পড়তে কাবা অভিমুখে হাজিদের ঢল

জুমার নামাজের জন্য আজ কাবা শরিফে লাখো হাজির ঢল নেমেছে। দুপুর সাড়ে ১২টায় জুমার নামাজ শুরু হলেও ফজরের নামাজের পর কাবা অভিমুখে হাজিদের ঢল নামে।

Advertisement

হজ পালন শেষে যারা ২/১ দিনের মধ্যে দেশে ফিরে যাবেন তারা শেষ জুমার দিন লাখ লাখ হাজির সঙ্গে নামাজ আদায় করতে ভোররাত থেকে কাবা শরিফে ছুটে আসেন।

সকাল সাড়ে ৯টায় কিং আবদুল আজিজ গেটের সামনে একজন সাদা চামড়ার বিদেশি হাজি গেটের সামনে অপেক্ষমান হাজার হাজার হাজিকে উদ্দেশ্য করে জোরে জোরে বলছিলেন, ‘ডোর ইজ ক্লোজড। ইফ ইউ ওয়ান্ট টু ইন নাউ ইউ হেভ টু গো আপস্টেয়ার’

‘পাশেই এক বাংলাদেশি হাজি আরেক হাজিকে ধমক দিয়ে বললেন, আপনাকে আগেই বলেছিলাম সকাল ৯টার মধ্যে হাজির হতে। শুধুমাত্র আপনার কারণে জুমার নামাজ কাবাঘরে পড়তে পারলাম না। এখন ছাদে উঠলে রোদে পুড়ে মরতে হবে।

Advertisement

এ কথোপকথন হচ্ছিলে শুক্রবার মক্কার হেরেম শরীফের বাইরে কিং আবদুল আজিজ গেটের সামনের।

সরেজমিন দেখা গেছে, মক্কার বিভিন্ন সড়কে কাকডাকা ভোর থেকে হাজার হাজার হাজি কাবা অভিমুখে ছুটছেন। আগে গেলে কাবাঘরের ভেতরে বসে নামাজ পড়তে পারবেন এই আশায় তাদের এ ছুটেচলা। বেলা ১১টার পর কাবা প্রাঙ্গণে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়।

এমইউ/এমআরএম/পিআর

Advertisement