খেলাধুলা

ওয়ানডেতেও পাকিস্তানের পরাজয়

টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পরাজয়ের স্বাদ নিল পাকিস্তান। মঙ্গলবার শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯৩ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং করতে নেমে স্টিভেন স্মিথের শতকে ২৫৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ৩৬.৩ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ ১১৮ বলে ১০১ রান করেন। এজন্য ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান টপ অর্ডার এই ব্যাটসম্যান। এ ছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৩ বলে ৪৩ রান করেন। শেষ দিকে ব্রাড হ্যাডিনের ২৩ ও জনসনের ২১ রানে ২৫৫ রানের লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পাক বোলারদের হয়ে স্পিনার শহীদ আফ্রিদী ৪৬ রানে তিন উইকেট নেন। দুইটি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। একটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, যুলফিকার বাবর ও ফাওয়াদ আলম। টার্গেটা খুব বড় ছিল না। কিন্তু টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় পাকিস্তানের টপ অর্ডাররা। ওপেনার শরফরাজ ৩৪ ও মিডল অর্ডারে উমর আকল ৪৬ রান করেন। এ ছাড়া কোনো ব্যাটসম্যানই রানের দেখা পায়নি। আহমেদ শেহজাদ (৪), আসাদ শফিক (১৩), মিসবাহ-উল-হক (০), ফাওয়াদ আলম (৭) ও শহীদ আফ্রিদী (৫) রানে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার বোলারদের হয়ে পেসার মিচেল জনসন ২৪ রানে তিন উইকেট নেন। দুইটি করে উইকেট নেন নাথায় লায়ন ও ম্যাক্সওয়েল। একটি করে উইকেট নেন রিচার্ডসন ও অ্যাবট।    

Advertisement